Suffering Palestine
ফিলিস্তিনিদের আহাজারি
মুসলিম বিশ্ব চুপ করে আছে, আর ফিলিস্তিনের ক্ষুধার্ত ভাই-বোনেরা ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়ে খাবার না পেয়ে গুলি খেয়ে মারা যাচ্ছে। আহারে!
শুধু আজকেই (১৯-৭-২৫) ফিলিস্তিনে নারী ও শিশুসহ মোট ১০৪ জন শহীদ হয়েছেন। এদের মধ্যে ৩৭ জন ছিলেন খাবারের লাইনে দাঁড়িয়ে।
হে বাংলাদেশের মুসলিম!
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের অফিস বাংলাদেশে আসছে। চুক্তি হয়ে গেছে। তাদেরকে জিজ্ঞেস করুন—ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে তারা কী করতে পেরেছে? কয়জন মানুষকে তারা নেতানিয়াহুর বিমান হামলা থেকে রক্ষা করতে পেরেছে?
এই প্রশ্নগুলোর জবাব তাদের দিতে হবে।
চলুন, আমরা খবরটা আরবিতে পড়ে আসি এবং আরবি ভাষা শিখি।
১
١٠٤ شُهَدَاءَ وَالِاحْتِلَالُ يَتَمَادَى بِاسْتِهْدَافِ طَالِبِي الْمُسَاعَدَاتِ فِي غَزَّةَ
১০৪ জন শহীদ, এবং দখলদার বাহিনী গাজায় সাহায্যপ্রার্থীদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।
١٠٤ شُهَدَاء — ১০৪ জন শহীদ
وَ — এবং
الِاحْتِلَالُ — দখলদার বাহিনী (ইসরায়েলি)
يَتَمَادَى — বাড়িয়ে চলেছে / সীমা ছাড়িয়ে যাচ্ছে
بِاسْتِهْدَافِ — টার্গেট করে আক্রমণ করার মাধ্যমে
طَالِبِي الْمُسَاعَدَاتِ — সাহায্যপ্রার্থীদের
فِي غَزَّةَ — গাজায়
২
أَفَادَتْ مَصَادِرُ فِي مُسْتَشْفَيَاتِ قِطَاعِ غَزَّةَ بِاسْتِشْهَادِ ١٠٤ فِلَسْطِينِيًّا الْيَوْمَ السَّبْتَ بِنِيرَانِ جَيْشِ الِاحْتِلَالِ الْإِسْرَائِيلِيِّ مُنْذُ سَاعَاتِ الْفَجْرِ، بَيْنَهُمْ ٣٧ مِنْ طَالِبِي الْمُسَاعَدَاتِ
গাজা উপত্যকার হাসপাতালসমূহের সূত্রে জানা গেছে, আজ শনিবার ভোর থেকে ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে ১০৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের মধ্যে ৩৭ জন সাহায্যপ্রার্থী ছিলেন।
أَفَادَتْ — আফাাদাত — জানিয়েছে
مَصَادِرُ — মাসাদিরু — সূত্রসমূহ
فِي — ফী — মধ্যে / তে
مُسْتَشْفَيَاتِ — মুস্তাশফায়াতি — হাসপাতালসমূহ
قِطَاعِ — কিতাআ’ই — অঞ্চল / উপত্যকার
غَزَّةَ — গাজ্জাতা — গাজা
بِٱسْتِشْهَادِ — বিস্তিশহাদি — শহীদ হওয়ার ঘটনায়
مِائَةٍ — মিয়াআতিন — একশত
وَأَرْبَعَةٍ — ওয়া আরবা‘আতিন — এবং চার
فِلَسْطِينِيِّينَ — ফিলিস্তীনিয়্যীন — ফিলিস্তিনি লোক
ٱلْيَوْمَ — আল-ইয়াওমা — আজ
ٱلسَّبْتَ — আস্-সাবতা — শনিবার
بِنِيرَانِ — বিনীরানি — আগুনে / গুলিতে
جَيْشِ — জায়শি — বাহিনীর
ٱلِٱحْتِلَالِ — আল-ইহ্তিলালি — দখলদার বাহিনী (ইসরায়েলি)
ٱلْإِسْرَائِيلِيِّ — আল-ইসরাইলিয়্যি — ইসরায়েলি
مُنْذُ — মুন্ধু — থেকে / শুরু হতে
سَاعَاتِ — সা‘আতি — ঘণ্টা / সময়সমূহ
ٱلْفَجْرِ — আল-ফাজরি — ফজরের (ভোরের) সময়
بَيْنَهُمْ — বাইনাহুম — তাদের মধ্যে
سَبْعَةٌ وَثَلَاثُونَ — সাব‘আতুন ওয়া সালাসূন — ৩৭ জন
مِنْ — মিন — থেকে / অন্তর্ভুক্ত
طَالِبِي — ত্বালিবী — প্রার্থী / দাবিকারী
ٱلْمُسَاعَدَاتِ — আল-মুসা‘আদাতি — সাহায্যসমূহ
৩
وَذَكَرَتْ مَصَادِرُ بِمُسْتَشْفَى الْعَوْدَةِ أَنَّ ٩ فِلَسْطِينِيِّينَ، بَيْنَهُمْ رَضِيعٌ وَطِفْلٌ، اسْتُشْهِدُوا فِي قَصْفٍ إِسْرَائِيلِيٍّ عَلَى شَقَّةٍ سَكَنِيَّةٍ جَنُوبِيَّ مُخَيَّمِ النُّصَيْرَاتِ وَسَطَ قِطَاعِ غَزَّةَ
আল-আওদা হাসপাতালের সূত্র জানিয়েছে, গাজা উপত্যকার মধ্যাঞ্চলে নুসাইরাত শরণার্থী শিবিরের দক্ষিণে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় ৯ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের মধ্যে একজন নবজাতক এবং একজন শিশু রয়েছে।
وَذَكَرَتْ — ওয়া যাকরাত্ — এবং বলেছে / উল্লেখ করেছে
مَصَادِرُ — মাসাদিরু — সূত্রসমূহ
بِمُسْتَشْفَى — বিমুস্তাশফা — হাসপাতালে
ٱلْعَوْدَةِ — আল-আউদাতি — আল-আউদা (নামের একটি হাসপাতাল)
أَنَّ — আন্না — যে
تِسْعَةَ — তিস‘আতা — নয় (৯)
فِلَسْطِينِيًّا — ফিলাস্তীনিইয়্যিন — ফিলিস্তিনি ব্যক্তি
بَيْنَهُمْ — বাইনাহুম — তাদের মধ্যে
رَضِيعٌ — রদ্বীউন — এক দুধের শিশু
وَطِفْلٌ — ওয়া তিফলুন — এবং এক শিশু
ٱسْتُشْهِدُوا — ইস্তুশহিদূ — শহীদ হয়েছেন
فِي — ফী — মধ্যে / তে
قَصْفٍ — কাস্ফিন — বোমা হামলায়
إِسْرَائِيلِيٍّ — ইসরাইলিইয়্যিন — ইসরায়েলি
عَلَى — ‘আলা — ওপর
شَقَّةٍ — শাক্কাতিন — ফ্ল্যাট / অ্যাপার্টমেন্ট
سَكَنِيَّةٍ — সাকানিয়্যাতিন — আবাসিক
جَنُوبِيَّ — জানুবিয়্যি — দক্ষিণ দিকে অবস্থিত
مُخَيَّمِ — মুখাইয়্যামি — ক্যাম্প / শরণার্থী শিবির
ٱلنُّصَيْرَاتِ — আন-নুসাইরাতি — আন-নুসাইরাত (গাজার এক ক্যাম্পের নাম)
وَسَطَ — ওয়াসাতা — কেন্দ্রস্থলে
قِطَاعِ — কিতাআ’ই — উপত্যকার
غَزَّةَ — গাজ্জাতা — গাজা
৪
كَمَا أَشَارَتْ وِزَارَةُ الصِّحَّةِ فِي الْقِطَاعِ أَنَّ ٩٨ شَهِيدًا وَ٥١١ مُصَابًا سَقَطُوا بِنِيرَانِ جَيْشِ الْاحْتِلَالِ خِلَالَ السَّاعَاتِ الـ٤٨ الْمَاضِيَةِ، لِتَرْتَفِعَ بِذَلِكَ الْحَصِيلَةُ مُنْذُ السَّابِعِ مِنْ أُكْتُوبَرَ/تِشْرِينَ الْأَوَّلِ ٢٠٢٣ إِلَى ٥٨ أَلْفًا وَ٧٦٥ شَهِيدًا وَ١٤٠ أَلْفًا وَ٤٨٥ مُصَابًا.
গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ৯৮ জন শহীদ এবং ৫১১ জন আহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত মোট শহীদের সংখ্যা ৫৮,৭৬৫ জন এবং আহতের সংখ্যা ১,৪০,৪৮৫ জনে পৌঁছেছে।
كَمَا — কামা — যেমনটি / একইভাবে
أَشَارَتْ — আশারাত্ — উল্লেখ করেছে
وِزَارَةُ — উইযারাতু — মন্ত্রণালয়
ٱلصِّحَّةِ — আস্-সিহ্হাতি — স্বাস্থ্য
فِي — ফী — মধ্যে / তে
ٱلْقِطَاعِ — আল-কিতাআই — (গাজা) উপত্যকায়
أَنَّ — আন্না — যে
٩٨ (تِسْعَةٌ وَتِسْعُونَ) — তিসআতান ওয়া তিসঊন — ৯৮
شَهِيدًا — শাহিদান — শহীদ
وَ — ওয়া — এবং
٥١١ (خَمْسَةٌ وَمِئَةٌ وَأَحَدَ عَشَرَ) — খামসা ওয়া মিয়াহ ওয়া আহাদা আশারা — ৫১১
مُصَابًا — মুসাবান — আহত ব্যক্তি
سَقَطُوا — সাকাতূ — পতিত হয়েছে / প্রাণ হারিয়েছে
بِنِيرَانِ — বিনীরানি — আগুনে / গুলিতে
جَيْشِ — জাইশি — সেনাবাহিনী
ٱلِٱحْتِلَالِ — আল-ইহ্তিলালি — দখলদার বাহিনী (ইসরায়েলি)
خِلَالَ — খিলালা — সময়কালে
ٱلسَّاعَاتِ — আস্-সা'আত — ঘণ্টাসমূহ
ٱلـ٤٨ (ٱلثَّمَانِيَةِ وَٱلْأَرْبَعِينَ) — আস্-সামানিয়্যাহ ওয়াল-আর্বাঈন — ৪৮
ٱلْمَاضِيَةِ — আল-মাদিয়্যাহ — অতীত / গত
لِتَرْتَفِعَ — লিতারতাফি‘আ — যাতে বেড়ে যায়
بِذَلِكَ — বিযালিকা — এর ফলে / তাই দিয়ে
ٱلْحَصِيلَةُ — আল-হাসীলাহ — মোট সংখ্যা / পরিসংখ্যান
مُنْذُ — মুনযু — থেকে / পর থেকে
ٱلسَّابِعِ — আস্-সাবি‘ — সপ্তম
مِنْ — মিন — থেকে
أُكْتُوبَرَ / تِشْرِين ٱلْأَوَّلِ — উক্তূবার / তিশরীন আল-আওয়াল — অক্টোবর
٢٠٢٣ — আলফাইন ওয়া থালাথাতুন ওয়া ইশরুন — ২০২৩ সাল
إِلَىٰ — ইলা — পর্যন্ত
٥٨٧٦٥ (ثَمَانِيَةٌ وَخَمْسُونَ أَلْفًا وَسَبْعُمِئَةٍ وَخَمْسَةٌ وَسِتُّونَ) — সামানিয়াহ ওয়া খামসুন আলফান... — ৫৮,৭৬৫
شَهِيدًا — শাহিদান — শহীদ
وَ — ওয়া — এবং
١٤٠٤٨٥ (مِئَةٌ وَأَرْبَعُونَ أَلْفًا...) — মিয়াহ ওয়া আরবাঊনা আলফান... — ১,৪০,৪৮৫
مُصَابًا — মুসাবান — আহত
Comments
Post a Comment